২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

নাটিকা : সুখী মানুষ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটিকা : সুখী মানুষ’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষণীয় দিকটি হলো-
i) ভালো কাজ ছাড়া সম্পদ সব সময় স্থায়ী হয় না
ii) সম্পদের পাহাড় ধ্বংস হয়ে যায় যদি মন ভালো না থাকে
iii) অল্পতেই তুষ্ট হয় এমন মানুষের সংখ্যা বেশি নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। রহমত প্রথমে লোককে কত টাকা দিতে চেয়েছিল?
ক) পঁচাত্তর খ) একশ টাকা
গ) দুইশত টাকা ঘ) তিনশ টাকা
২৪। দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক) একশ খ) দুইশ
গ) তিনশ ঘ) পাঁচশ
২৫। নাটকের শেষ সংলাপটি কার?
ক) লোকের খ) হাসুর
গ) রহমতের ঘ) কবিরাজের
২৬। ‘সুখী মানুষ’ নাটিকায় যে চরিত্রটি দার্শনিকতার পরিচয় বহন করে-
i) সুখী মানুষ ii) কবিরাজ
iii) হাসু
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৭। শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক) হাসুর খ) রহমতের
গ) কবিরাজের ঘ) মোড়লের
২৮। কয়টি গ্রাম খুঁজেও একটি সুখী মানুষ পাওয়া গেল না?
ক) দুইটি খ) তিনটি
গ) পাঁচটি ঘ) ছয়টি

উত্তর : ২২. ঘ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. ক, ২৮. গ।


আরো সংবাদ



premium cement